প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফরিদপুরে যৌথ বাহিনীর দু'টি পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
২০২৬ জানুয়ারি ১৮ ১৭:৩৮:৫১
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী আর্মি ক্যাম্প (১৫ আর ই ব্যাটালিয়ান) হতে যৌথবাহিনীর মাদকবিরোধী দু'টি পৃথক অভিযানে মোট ৯৫ পিস ইয়াবাসহ মনিরা আক্তার (৩৫) ও কুরবান শেখ (২৮) নামের দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে ওই দুইটি অভিযানের প্রথমটি বোয়ালমারী উপজেলা চৌরাস্তা এলাকায় পরিচালনা করে ৪০ পিস ইয়াবা সহ মাদকব্যবসায়ী মনিরা আক্তারকে গ্রেপ্তার করে। এবং অপরটি বোয়ালমারী উপজেলার গাতী কবরস্থান পূর্ব পাশে এলাকায় পরিচালিত হয়। এসময় কুরবান শেখ নামে এক ব্যক্তিকে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মনিরা আক্তার (৩৫) স্থানীয় বোয়ালমারী উপজেলার বুধপাশা গ্রামের মৃত মশিউর রহমানের মেয়ে এবং কুরবান শেখ (২৮) একই উপজেলার কলারুন গ্রামের মৃত মোয়াজ্জেল শেখের ছেলে বলে জানা গেছে। আসামিদের গ্রেপ্তারের পর তাদেরকে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে সোয়া ১১টার মধ্যে পৃথক পৃথকভাবে স্থানীয় বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
আজ রবিবার (১৮ জানুয়ারি) সকালে উপরোক্ত বিষয়গুলো নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. আনোয়ার হোসেইন উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দু'টি পৃথক মাদক মামলা রুজু করে ওই মামলায় মনিরা ও কুরবানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
এছাড়া আজ রবিবার উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ গ্রেপ্তারকৃত আাসামীদের আদালতের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি আনোয়ার।
(আরআর/এসপি/জানুয়ারি ১৮, ২০২৬)
