ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

চিহ্নিত আসামি পলাতক

পাংশায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার

২০২৬ জানুয়ারি ১৯ ১৮:৪২:১৮
পাংশায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

গোপন সূত্রে জানা যায়, পাংশা ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ আর্মি ক্যাম্প হতে ৫৫ এফআইইউ, এফএস ও ইউনিট অফস শাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপঅধিনায়ক মেজর মোস্তফা সাইফ।

আজ সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মোঃ কাজলের বিরুদ্ধে এই অপারেশন পরিচালিত হয়।

অভিযান চলাকালে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটার ও ৩টি ককটেল উদ্ধার করে।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মোঃ কাজল পালিয়ে যায়। ফলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও ককটেল পরবর্তীতে পাংশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযুক্তের মোঃ কাজল রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং তিনি অনাধ শেখের ছেলে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(একে/এসপি/জানুয়ারি ১৯, ২০২৬)