প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
‘প্রতিহিংসার রাজনীতিকে আমি ঘৃণা করি’
২০২৬ জানুয়ারি ১৯ ১৮:৫৯:০৫
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন,আমার দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। আমিও ব্যক্তিগতভাবে প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। প্রতিহিংসার রাজনীতিকে আমি ঘৃণা করি।
আজ সোমবার গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের জনগণের প্রতি আমার দলের চেয়ারম্যান তারেক রহমানের অগাধ ভালোবাসা রয়েছে। তাঁর (তারেক রহমান) মতো আমিও এ জনপদের মানুষদেরকে ভালোবেসে সুখে-দুখে এদের পাশে থাকতে চাই।
কোটালীপাড়া-টুঙ্গিপাড়া উপজেলার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে মাদক নির্মূলসহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, নারী উন্নয়নের মধ্য দিয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করবো।
এসময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান হাওলাদারসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তার সাথে ছিলেন।
(টিবি/এসপি/জানুয়ারি ১৯, ২০২৬)
