ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নগরকান্দায় বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

২০২৬ জানুয়ারি ১৯ ১৯:০৬:৪৯
নগরকান্দায় বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের ভজেরডাঙ্গী গ্রামের পশ্চিম চক এলাকায় একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে ভজেরডাঙ্গী গ্রামের মিজানুরের মেশিন কলের পাশে বৈদ্যুতিক খুঁটির নিচে জমিতে পড়ে থাকা অবস্থায় ৩৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি নগরকান্দা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহের শরীরে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিদ্যুৎ স্পর্শের কিছু চিহ্ন দেখা গেছে।প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(পিবি/এসপি/জানুয়ারি ১৯, ২০২৬)