প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায়
২০২৬ জানুয়ারি ২১ ১৩:৫০:৪৯
স্টাফ রিপোর্টার : আফগানিস্তানের তালেবান সরকারের মন্ত্রিপর্যায়ের সফরে ঢাকায় এসেছেন দেশটির শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদ।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যোগ দেওয়ার উদ্দেশ্যে এই সফরে সরকারি পর্যায়ে বিভিন্ন বৈঠক করছেন তিনি।
আফগান এই উপমন্ত্রী বাণিজ্য মেলা পরিদর্শনের পাশাপাশি দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ পর্যায় থেকে অর্থনৈতিক অংশীদারত্বে উত্তরণের বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে; যাতে বাণিজ্যের পরিমাণ বাড়ে, পারস্পরিক আস্থা শক্তিশালী হয় এবং উভয় দেশের জন্য বাস্তবিক অর্থনৈতিক উপকার বয়ে আনে।
এ ছাড়া গতরবিবার বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং সোমবার রপ্তানি উন্নয়য়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের সঙ্গে বৈঠক করেছে আফগান প্রতিনিধিদল।
এসব বৈঠকের আলোচনা বিষয়বস্তু তুলে ধরে আফগান বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে উভয়পক্ষ আলোচনা করেছে। ওষুধ খাতের আন্তর্জাতিক মানের বিষয় তুলে ধরে আফগানিস্তানে নিয়মিত ও দীর্ঘমেয়াদে ওষুধ ও চিকিৎসা পণ্য পাঠাতে প্রস্তুত থাকার কথা বলেছে বাংলাদেশ।
(ওএস/এএস/জানুয়ারি ২১, ২০২৬)
