ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে জনগণের ক্ষমতায়ন হবে : উপদেষ্টা রিজওয়ানা

২০২৬ জানুয়ারি ২১ ১৭:৪৮:৫৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে জনগণের ক্ষমতায়ন হবে : উপদেষ্টা রিজওয়ানা

দিলীপ চন্দ, ফরিদপুর : গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে জনগণের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বন ও পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দারিজওয়ানা হাসান।

আজ বুধবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভোটের গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ভোটের গাড়ির উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হবে। তিনি সকলকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

সৈয়দারিজওয়ানা হাসান বলেন, ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে প্রশাসন জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হবে। কোনো একক দল নির্বাচনে জয়ী হয়ে একতরফাভাবে সব সিদ্ধান্ত নিতে পারবে না। এতে বিরোধী দলের কার্যকর সম্পৃক্ততা নিশ্চিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে জাতীয় নির্বাচন আর কোনো দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হবে না। ভোট চুরি কিংবা রাতের ভোটের মতো অনিয়মের সুযোগও থাকবে না।

তিনি আরও বলেন, ভোট শুধু একটি অধিকার নয়, এটি নাগরিকদের দায়িত্বও। তাই ভোট দেওয়ার সময় বুঝে-শুনে সিদ্ধান্ত নিতে হবে। শুধু ব্যক্তি পরিবর্তন হলে প্রকৃত পরিবর্তন আসে না, পরিবর্তন হতে হবে পুরো পদ্ধতির।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা মেমোরিয়াল হলে গিয়ে শেষ হয়। সেখানে রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা এবং পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

এদিকে বিকেলে ফরিদপুর শহরের দুটি কলেজে প্রথমবারের মতো ভোটারদের নিয়ে ফার্স্ট টাইম ভোটার সমাবেশ ও নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে উপদেষ্টা সৈয়দারিজওয়ানা হাসানের।

‌‌(ডিসি/এসপি/জানুয়ারি ২১, ২০২৬)