প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১
২০২৬ জানুয়ারি ২১ ১৮:৪১:০৩
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সদরের কানাইপুরে সেনা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি রিভলবার, চার রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোরের দিকে কানাইপুরের বসুনরসিংহদিয়া'র নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলা আর্মি ক্যাম্প হতে বুধবার ভোর ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে একটি বিশেদি অস্ত্র ও চার রাউন্ড গুলিসহ জহিরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মো. জহির মোল্লা ফরিদপুর সদরের বসুনরসিংহদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. লতিফ মোল্লা'র ছেলে বলে জানা গেছে।
বুধবার সকালে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মো. জহির মোল্লাকে একজন ভুয়া সাংবাদিক আখ্যায়িত করে অস্ত্র ও গুলি সহ ওই যুবককে গ্রেপ্তার ও থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'এ ব্যাপারে কোতয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন আছে। পরবর্তীতে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।‘
এদিকে, সরেজমিনে কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রামে গিয়ে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারকৃত যুবক মো. জহির মোল্লা সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, জহির দীর্ঘদিন বেশ কয়েক বছর যাবত চাল, সয়াবিন তেল, লবণ প্রভৃতি খাদ্যদ্রব্য পাইকারি বিক্রি'র ব্যবসা করে আসছেন। জহির কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারেন বলে অভিযোগ করেছেন তার পরিবার।
এদিকে, জহির মোল্লা নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চলাফেরা করতেন। কয়েকটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কার্ড বহন করতে দেখা গেছে তাকে। তবে, তার বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডেরও বেশকিছু অভিযোগ রয়েছে। ফরিদপুর কোতয়ালি থানায় মো. জহির মোল্লার বিরুদ্ধে মানহানি, চাঁদাবাজিসহ বিভিন্ন কারণে একাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা রয়েছে বলেও থানা পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ করা যেতে পারে, জহির মোল্লা 'দৈনিক কৃষাণী কণ্ঠ' নামে একটি ফেসবুক একাউন্টের মাধ্যমে বিভিন্ন ধরণের ভিডিও আপলোড করতেন। যদিও নামে কোনো বৈধ গণমাধ্যমের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
(আরআর/এসপি/জানুয়ারি ২১, ২০২৬)
