প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বালিয়াকান্দিতে অপহরণ মামলায় বাপ-ছেলে গ্রেফতার
২০২৬ জানুয়ারি ২১ ১৮:৪৭:১০
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যালয়ের সামনে থেকে এক ছাত্রী অপহরণ মামলায় বাপ-ছেলে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার নারুয়া ইউনিয়নের ধাওয়ারঘাট হিজলীপাড়া এলাকায় শুম্ভু রায় ও ছেলে সুজয় রায় (১৯)।
আজ বুধবার দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৪ জানুয়ারী) সকাল ১০ টায় বাসাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আসামী সুজয় রায় উপজেলার নবাবপুর ইউনিয়নের সাহেবপাড়া বেরুলী গ্রামের হারুন অর রশিদ এর মেয়ে কে তুলে নিয়ে যায়। পরে হারুন অর রশিদ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় সুজন রায় ও তার পিতা সুম্ভু রায়সহ ৪ জনের নাম উল্লেখ করে অপহরণ মামলা দায়ের করেন।
গত মঙ্গলবার (২০ জানুয়ারী) ভোর সাড়ে ৫ টার দিকে মামলার ২ নং আসামী সুম্ভু রায় কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকা থেকে সুজয় রায় কে গ্রেফতার করা হয়। এ সময় আসামী সুজয় রায়ের কাছ থেকে ভিকটিম লাবনী আক্তার কে উদ্ধার করা হয়।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার বলেন, মামলার প্রেক্ষিতে আসামী সুজয় রায় ও তার পিতা সুম্ভু রায় কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিম লাবনী আক্তার কে উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে প্রেমের টানে ছেলে মেয়ে পালিয়েছিলো।তবে তারা দুইজনই অপ্রাপ্ত বয়স্ক।
(একে/এসপি/জানুয়ারি ২১, ২০২৬)
