ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ

২০২৬ জানুয়ারি ২১ ১৯:০৪:৫৪
টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে ৪৭ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার শরীফা হক দলীয় প্রতীকসহ স্বতন্ত্র সকল দলের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

এসময় প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ত্যাগ করেন। আগামী বৃহস্পতিবার ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় একাধিক প্রার্থী জানায়, প্রতীক বরাদ্দ পেয়ে ভোট যুদ্ধে অংশ গ্রহণ করবো এবং বিজয়ী হয়ে জনকল্যাণে দেশের সাধারণ মানুষের পাশে থাকবো।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ তাজুল ইসলাম জানান, স্ব স্ব আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়ে প্রার্থীরা নির্বাচনী এলাকায় ফিরে গেছেন। আগামী বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হবে।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনে ৬৫ জন প্রার্থী নমিনেশন পেপার জমা দেন। এর মধ্যে যাচাই বাছাই শেষে ২৮ প্রার্থীর নমিনেশন পেপার বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার। পরে ইলেকশন কমিশনে আপিল করে ১৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পান। প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার ২০ জানুয়ারি ৯ জন নমিনেশন পেপার প্রত্যাহার করে নিয়েছেন।

(এসএম/এসপি/জানুয়ারি ২১, ২০২৬)