ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

২০২৬ জানুয়ারি ২১ ১৯:০৯:০৪
সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। জেলার সাতটি উপজেলায় মৃৎশিল্পরা দিন-রাত পরিশ্রম করে প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ করছেন তারা। প্রতিমার কাঠামো প্রস্তুত ও মাটি শুকানোর কাজ শেষ করে বর্তমানে চলছে রং করা, চোখ আঁকা ও অলঙ্করণসহ চূড়ান্ত কাজ। আগামী শুক্রবার সরস্বতী পূজা শুরু হবে।

শিল্পী সুনীল চক্রবর্তী, কালীদাস মন্ডলসহ কয়েকজন জানান, সরস্বতী প্রতিমা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো চোখ আঁকা, যাকে ‘প্রাণ প্রতিষ্ঠা’ বলা হয়। তাই এই কাজ অত্যন্ত যত্ন ও নিখুঁতভাবে সম্পন্ন করা হচ্ছে।

মৃৎশিল্পীরা আরও জানান, কাঁচামালের মূল্য বৃদ্ধি ও শ্রমিক সংকটের কারণে কিছুটা সমস্যার মুখে পড়তে হলেও সময়মতো প্রতিমা সরবরাহে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এদিকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় নিয়ম মেনে স্বরস্বতী পূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিমা স্থাপন, মণ্ডপ সাজানো ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষের পথে।

সব মিলিয়ে সাতক্ষীরায় সরস্বতী পূজাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিদ্যার দেবীর আগমনে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা যাচ্ছে।

(আরকে/এসপি/জানুয়ারি ২১, ২০২৬)