ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
পাংশায় পুলিশের অভিযানে ১০ মামলার আসামি গ্রেফতার
২০২৬ জানুয়ারি ২১ ১৯:২৪:১৬
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা থানা এলাকা থেকে দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ সন্ত্রাসী মোঃ মিঠু শেখ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার ভোরের দিকে উপজেলার সরিষা ইউনিয়নের শেখপাড়া গ্রামের মেহেদীর বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো: মিঠু শেখ উপজেলার পালেরডাঙ্গী গ্রামের খোরশেদ শেখ এর ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি,ডাকাতি, মাদকসহ মোট ১০ টি মামলা রয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, মিঠু শেখ দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি,ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলো। দীর্ঘ প্রচেষ্টায় তাকে ভোর রাতে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
(একে/এসপি/জানুয়ারি ২১, ২০২৬)
