ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত

হাদি হত্যা, ফয়সালের সহযোগী রুবেল রিমান্ডে

২০২৬ জানুয়ারি ২৩ ১২:১১:১৭
হাদি হত্যা, ফয়সালের সহযোগী রুবেল রিমান্ডে

স্টাফ রিপোর্টার : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় শুটার ফয়সাল করিম চৌধুরীর সহযোগী মো. রুবেল আহমেদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা। রাষ্ট্রপক্ষে আইনজীবী জামাল উদ্দিন মার্জিন রিমান্ডের পক্ষে শুনানি করেন।

তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানিকালে আসামি রুবেল আদালতকে বলেন, ফয়সালের সঙ্গে ঘটনার কয়েকদিন আগে মোবাইল ফোনে তার কথা হয়। মোবাইল ফোনে কথা বলার সূত্র ধরেই আমাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তার সঙ্গে আমার কথায় এ ঘটনা প্রসঙ্গ ছিল না।

ব্যক্তিগত বিষয়েই আলাপ হয়েছে। আমার ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। শুনানি শেষে আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (২২ জানুয়ারি) রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

গত ১৫ ডিসেম্বর হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানেই চিকিসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

গত ২০ ডিসেম্বর দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের মামলা করেন।

গত ৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

এরপর ১৫ জানুয়ারি চার্জশিটের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করেন মামলার বাদী আব্দুল্লাহ আল জাবের। সেই আবেদনের শুনানি শেষে আদালত সিআইডিকে পুনঃতদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

(ওএস/এএস/জানুয়ারি ২৩, ২০২৬)