প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মুক্তাগাছায় জামায়াতের বিশাল শোডাউন দিয়ে প্রচারণা শুরু
২০২৬ জানুয়ারি ২৩ ১৬:১০:৪০
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ১০ দল মনোনীত এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর এডভোকেট মতিউর রহমান আকন্দ, (প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি) নির্বাচনী প্রচারণায় বিশাল শোডাউন ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শুরু হয়।
গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসন কার্যালয় থেকে মিছিল সহকারে পল্লীবিদ্যুৎ পর্যন্ত্য একই অবস্থায় শোডাউন করে, সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা জামাতের আমীর আব্দুল করিম উপস্থিত থেকে বক্তব্যে প্রদান করেন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী বলেন এদেশে সকল ধর্মের মানুষ নিয়েই জামায়াতে ইসলাম সুন্দর একটি দেশ গড়তে চায়।
উপস্থিত ছিলেন মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি, বাংলাদেশ খেলাফত মজলিস, ময়মনসিংহ জেলা পশ্চিম, মাওলানা বদরুল আলম, আসন পরিচালক, ময়মনসিংহ -৫, মুক্তাগাছা উপজেলা, অধ্যাপক মোঃ শামছুল হক, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা মাওলানা মজিবুর রহমান, সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস, মুক্তাগাছা উপজেলা মাওলানা তাহসিন হায়াত, সভাপতি, খেলাফত মজলিস, মুক্তাগাছা উপজেলা, মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মুজাহিদ, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মুক্তাগাছা উপজেলা ছাড়াও আরাও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ।
বক্তব্যে নেতারা বলেন, এবার আর ব্যালেট বাক্স লুট করে নিয়ে যাওয়া যাবে না, মব সৃষ্টি করে বা বিশৃঙ্খলা করে ভয়ভীতি দেখিয়ে পার পাবে না। জনগন এবার জামায়াত ইসলামিকে ভোট দিতে চায়। এসময় এলাকাটি জনসুমুদ্রে রুপান্তরিত হয়।
(এনআরকে/এসপি/জানুয়ারি ২৩, ২০২৬)
