ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বিদ্যা দেবীর আবাহনে মুখর কাপ্তাই, মন্দিরে মন্দিরে সরস্বতী পূজা

২০২৬ জানুয়ারি ২৩ ১৬:১৮:২৩
বিদ্যা দেবীর আবাহনে মুখর কাপ্তাই, মন্দিরে মন্দিরে সরস্বতী পূজা

রিপন মারমা, রাঙ্গামাটি : মায়ের পায়ে পুষ্পার্ঘ্য অর্পণ, বিদ্যা লাভের আশায় সমবেত প্রার্থনা, প্রসাদ বিতরণ, গীতাপাঠ এবং ভক্তিমূলক সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে রাঙ্গামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।

আজ শুক্রবার সকাল থেকেই কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে দেবীর চরণে বিদ্যা ও জ্ঞান অর্জনের আকুল প্রার্থনা জানান শিক্ষার্থীরাসহ অগণিত ভক্তবৃন্দ।

কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু জানান, উপজেলার রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির, চন্দ্রঘোনা আদি নারায়ণ বৈদান্তিক গীতা মন্ডপ, কর্ণফুলী সরকারি কলেজ, লকগেইট জয়কালী মন্দির, ওয়াগ্গা মন্দির, বড়ইছড়ি জগন্নাথ মন্দির, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির এবং বিএসপিআই পূজা মন্ডপসহ বিভিন্ন স্থানে আনন্দঘন পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
সরস্বতী পূজা উপলক্ষে কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ শ্রী শ্রী বাণী অর্চনা পরিষদের আয়োজনে বিশেষ কর্মসূচি পালন করা হয়। সকালে পবিত্র গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং দুপুরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি জগন্নাথ মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

বিদ্যার দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে আসা শিক্ষার্থীরা জানান, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা দিতে পেরে তারা আনন্দিত। তারা দেবীর কাছে দেশ ও জাতির মঙ্গল এবং নিজেদের শিক্ষা জীবনে সাফল্যের আশীর্বাদ প্রার্থনা করেন।

(আরএম/এসপি/জানুয়ারি ২৩, ২০২৬)