প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
এলাকার উন্নয়নে যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানালেন এস এস জিলানী
২০২৬ জানুয়ারি ২৩ ১৬:২১:০২
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : এলাকার উন্নয়নের স্বার্থে যোগ্য ব্যক্তিকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভোট গিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। প্রতি ৫ বছর পর পর আপনাদের ভোট দয়ার একটি সুযোগ আসে। আশা করছি আপনারা সেই সুযোগটি গ্রহণ করবেন। আপনারা ভোট দিয়ে আপনাদের একজন প্রতিনিধি বানাবেন। যে সংসদে গিয়ে আপনাদের কথা বলবে। এলাকার উন্নয়নের কথা বলবে।আপনাদের ছেলে-মেয়েদের শিক্ষা ও চাকরীর কথা বলবে। এ জন্য সংসদে আপনাদেরকে এক জন সৎ যোগ্য মানুষকে পাঠাতে হবে।
আজ শুক্রবার কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামের পাল বাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আলাপ কালে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, আপনারা যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট না দেন তা হলে একটি চক্র ভোট কেটে সিলমেরে আপনাদের ভোট দিয়ে দিবে। আর ভোট কেটে এমপি হলে সে আপনাদের দরদ বুঝবে না। জনগণের কাছে সেই এমপির কোন জবাবদিহিতা থাকবে না। তাই আমি আপনাদের কাছে একটি বারের জন্য সুযোগ চাই। আমি কথা দিলাম, নির্বাচিত হতে পারলে সুখে দুখে আপনাদের পাশে থাকবো।
এ সময় কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপিসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
(টিবি/এসপি/জানুয়ারি ২৩, ২০২৬)
