ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

প্রচ্ছদ » ক্যাম্পাস » বিস্তারিত

সিএসই বিভাগের প্রয়াত শিক্ষকের পরিবারের সদস্যদের হাতে পেনশনের চেক হস্তান্তর

২০২৬ জানুয়ারি ২৮ ১৯:২১:৩৩
সিএসই বিভাগের প্রয়াত শিক্ষকের পরিবারের সদস্যদের হাতে পেনশনের চেক হস্তান্তর

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রয়াত সহকারী অধ্যাপক রাহাত হোসেন রবি’র পরিবারের হাতে পেনশনের অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার সকালে প্রয়াত এ শিক্ষকের স্ত্রী লাকী আক্তারের হাতে চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

প্রয়াত রাহাত হোসেন রবির আনুতোষিক, ছুটি নগদায়ন ও প্রভিডেন্ট ফান্ড বাবদ প্রায় ১৬ লাখ ৭১ হাজার টাকার চেক তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. মৃণাল কান্তি বাওয়ালী ও রেজিস্ট্রার মো. এনামউজ্জামান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাহাত হোসেন রবি ২০২৩ সালে ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

(টিবি/এসপি/জানুয়ারি ২৮, ২০২৬)