প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ড. মহানামব্রত ব্রহ্মচারীর ১১১তম জন্মজয়ন্তী পালিত
২০১৪ ডিসেম্বর ২৫ ১৬:৫৯:৪৬
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সার্বজনীন কালীবাড়ি প্রাঙ্গণে শ্রী শ্রী প্রভু জগদ্বন্দু সুন্দর মন্দিরে ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বনন্দিত দার্শনিক বৈষ্ণবাচার্য্য ড. মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের ১১১তম জন্মজয়ন্তী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহষ্পতিবার সকালে সেখানে বাল্যভোগ, গুরু পূজা, পবিত্র ভাগবত পাঠ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহানাম সেবক সংঘ গোপালগঞ্জ সভাপতি নির্মল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক সুশান্ত বনিক, নারায়ণ চন্দ্র বিশ্বাস, দুলাল দাস, সুধীর কুমার দত্ত, ভোলানাথ বিশ্বাস, শিপ্রা বিশ্বাস, রমেন চন্দ্র বাড়ৈ, নিত্যানন্দ বিশ্বাস, অনুপ ভক্ত প্রমুখ।
দুপুরে সেখানে ভোগরাগ ও ভোগ আরতীসহ মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যা ৬টায় সেখানে ১১১টি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নানা আয়োজনের সমাপ্তি ঘটে।
(এমএইচএম/এএস/ডিসেম্বর ২৫, ২০১৪)