ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

বসন্ত এসে গেছে

২০১৫ ফেব্রুয়ারি ১৩ ১১:০৯:২৮
বসন্ত এসে গেছে

নিউজ ডেস্ক : রূপ লাবণ্যে সেজেছে প্রকৃতি। সেজেছে তরুণ-তরুণীরা । দারুণ রঙিন চারপাশ। বৃক্ষের সবুজ পাতায় আলোর নাচন! গোলাপ, জবা, পারুল, পলাশ, পারিজাতের হাসি। ঘরছাড়া মৌমাছি। কোকিলের কুহুতান। সবাই জানিয়ে দিচ্ছে আজি বসন্ত জাগ্রত দ্বারে…। সবার মুখে বসন্তে গান। হ্যাঁ, আজ পহেলা ফাল্গুন, ১৪২১ বঙ্গাব্দ। বিপুল ঐশ্বর্যের অধিকারী ঋতুরাজ বসন্তের প্রথম দিন। রবীন্দ্রনাথের ভাষায় আজি দখিন-দুয়ার খোলা/ এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো…। প্রেমের কবি নজরুলের উচ্চারণ এলো খুনমাখা তূণ নিয়ে/ খুনেরা ফাগুন…।

এদিকে, ফাগুনের এই ক্ষণে মানুষের মতো বিবর্ণ প্রকৃতিও জেগে উঠেছে নতুন করে। বাগানে বাগানে ফুটছে কুসুম। রক্ত পলাশ, শিমুল, কাঞ্চন, মাধবী, কৃষ্ণচূড়ায় সেজেছে বন। আপন মনে গাইছে পাখি। রবীন্দ্রনাথের বর্ণনার সঙ্গে মিলিয়ে বললে আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে/এত বাঁশি বাজে, এত পাখি গায়…। তবে শুধু প্রকৃতিতে নয়, অনাদিকাল ধরে এ ঋতু বাঙালীর মন রাঙিয়ে দিয়ে যাচ্ছে। সেই বর্ণনা দিতে গিয়ে উচ্ছ্বসিত কবি সুভাষ মুখোপাধ্যায় অন্য সব অনুষঙ্গ ভুলে যান। বলেন ফুল ফুটুক না ফুটুক/ আজ বসন্ত…। এ বসন্তে আকুলি বিকুলি করে ওঠে মন। বুকে মৃদু কাঁপন ওঠে। বুকে জাগিয়ে তোলে ভালবাসার বোধ। কবি নিজেও স্বীকার করে বলেন, ফুলের বনে যার পাশে যাই তারেই লাগে ভাল…। ভাললাগা ভালবাসার সৌরভ ছড়ানো ছাড়াও মিলনের বার্তা দেয় বসন্ত। এমন লগ্নে প্রিয়জনের কাছে দেহ-মন সঁপে দিতে যেন বাধা নেই কোন। ভীরু প্রাণে কেবলই বাজে মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে/ মধুর মলয়সমীরে মধুর মিলন রটাতে…। লোকজ সুরেও প্রতিধ্বনি হয় এ বাসনা। আব্বাস উদ্দীনের কালজয়ী আবেগী কণ্ঠ বলে সুখ বসন্ত দিলরে দেখা, আর তো যৈবন যায় না রাখা গো…। বসন্ত বাতাস ভাটি বাংলার বাউল আবদুল করিমকেও শান্ত থাকতে দেয় না। উতলা বাউল তাই গেয়ে ওঠেন বসন্ত বাতাসে সই গো/ বসন্ত বাতাসে/ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে…। এভাবে বসন্ত এলে উচাটন হয়ে ওঠে মন। পুরনো বেদনা, হারিয়ে যাওয়া স্মৃতি ভালবেসে এর পেছনে ছুটতে ইচ্ছে করে। তবে শুধু মানুষের জীবনে নয়, পাখিরাও প্রণয়ী খোঁজে এ সময়। নতুন ঘর বাঁধে। মৌমাছিরা মধুর খোঁজে হন্যে হয়। এক ফুল থেকে অন্য ফুলে ছোটে। সব মিলিয়ে অনন্য এক ঋতুরাজ বসন্ত।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৫)