ঢাকা, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কুষ্টিয়ার নির্ভৃতচারী ভাষা সৈনিক খলিলুর রহমান

২০১৫ ফেব্রুয়ারি ২০ ১৮:৩০:৩৩
কুষ্টিয়ার নির্ভৃতচারী ভাষা সৈনিক খলিলুর রহমান

কুষ্টিয়া প্রতিনিধি : ভাষা সৈনিকদের খোঁজ কেউ রাখে না। ভাষার মাস এলেই খোঁজ পড়ে ভাষা সৈনিকদের। সে রকমই নির্ভৃতচারী এক ভাষা সৈনিকের নাম খলিলুর রহমান (৮২)। রাষ্ট্রভাষা বাংলা চাই’র আন্দোলনের ছাত্রনেতা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পৌর সদরের বাসিন্দা খলিলুর রহমানের খবর আজ আর কেউ রাখে না। বয়সের ভারে এখন ক্লান্ত তিনি। অনেকটা দুর্বল হয়ে পড়েছেন তিনি। ক্লান্ত শরীরে কোন মতে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি চলাচল করছে।

তিনি ১৯৫১ সালে ঢাকা জগন্নাথ কলেজে বাণিজ্য বিভাগে ভর্তি হওয়ার পর থেকেই রাষ্ট্র ভাষা বাংলা চাই আন্দোলনের মিছিল মিটিং এ অংশগ্রহণ করেন। তৎকালীন সময়ে তিনি জগন্নাথ কলেজের একটি ইউনিটের ছাত্রনেতা হিসেবে মিছিল মিটিং এর নেতৃত্ব দিতেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা কার্জন হল থেকে শুরু হওয়া মিছিলে পুলিশ যখন বৃষ্টির মতো গুলি চালাচ্ছিল, তখন তিনি ছিলেন মিছিলের অগ্রভাগে। পুলিশের গুলিতে ভাষা শহীদেরা গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লেও তিনি ও অনান্য ছাত্রদের সাথে পুলিশের তাড়া খেয়ে নিরাপদ স্থানে আত্মগোপন করেন। ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে যান।

২২ ফেব্রুয়ারি মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে শহীদদের রূহের মাগফেরাত কামনায় গায়েবানা জানাযায় অংশগ্রহণ করেন। বয়সের ভারে ন্যুব্জ খলিলুর রহমান সে সময়ের সহগামী, সতীর্থদের নাম স্মরণে আনতে না পারলেও স্মৃতিপটে ভাসে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির সেই দিনটির কথা। ভেড়ামারার কৃতি সন্তান মৃত ডা. বাবর আলীর জ্যেষ্ঠ সন্তান ভাষা সৈনিক খলিলুর রহমান ১৯৯১ সালের জানুয়ারিতে ভেড়ামারা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। তিনি এক পুত্র ও তিন কন্যা সন্তানের জনক। বর্তমানে তিনি তার বাড়িতে বসবাস করছেন।

(কেকে/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৫)