প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
তালবাড়িয়া বিলে ট্যাবলেট বিষ প্রয়োগ
২০১৫ আগস্ট ২০ ১৭:১৯:৩৬
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে তালবাড়িয়া-কালিদাসপুর বিলের জলমহালে ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ভোর ৫ টায় কতিপয় চিহ্নিত সন্ত্রাসীরা বিলের জলমহালটিতে ট্যাবলেট প্রয়োগ করে প্রায় কোটি টাকার মাছ নিধন করেছে। সকালে মৎস্য সমিতির সদস্যরা বিলে মাছ ভাসতে দেখে এবং কিছু লোক মাছ শিকার করার মহাউৎসবে মেতে ওঠে। দিনের আলো বাড়ার সাথে সাথে ট্যাবলেটের বিষক্রিয়ায় মাছ মরতে শুরু করে। বিষয়টি প্রথমে বুঝতে না পারলেও পরে ট্যাবলেট প্রয়োগ করেছে বলে ধারনা করছে দৌলতপুর উপজেলার মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা।
মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি তালবাড়ীয়া গ্রামের মৃত ভেগল সর্দ্দারের ছেলে রহমত বিশ্বাস কিছু অসাধু ব্যক্তি নানা রূপ ভয়ভীতি প্রদর্শন করে মৎস্য শিকার করছে মর্মে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, গত দু’সপ্তাহ যাবৎ কিছু অসাধু ব্যক্তি নানা রূপ ভয়ভীতি প্রদর্শন করে এমন কি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে বিলে মৎস্য শিকার করছে। মৎস্য শিকারীরা বিভিন্ন প্রকার কারেন্ট জাল, টাটা, জুত এবং আরো অন্যান্য মৎস্য শিকারীর যন্ত্রপাতি ব্যবহার করছে। এছাড়াও মৎস্য ধ্বংসকারীরা ট্যাবলেট বিষ প্রয়োগ করছে। মৎস্যজীবিরা বাধা দিতে গেলে তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন প্রকার গালিগালাজ করে হুমকি দিচ্ছে।
এ অভিযোগ দায়ের করার পর ৪ জনকে আটক করে কোর্টে প্রেরণ করেছে দৌলতপুর থানা পুলিশ। মৎস্যজীবি সমবায় সমিতির সদস্য আজিজুল অভিযোগ করে বলেন, আমরা তাদের বিরুদ্ধে থানায় মামলা করার কারনে আরো ক্ষিপ্ত হয়ে জলমহলে মৎস্য নিধন ট্যাবলেট প্রয়োগ করেছে আসামীপক্ষরা। এর ফলে বিলে প্রায় এক কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। বর্তমানে সমিতির সদস্যরা প্রায় দিশেহারা হয়ে পড়েছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাররে মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা স্বারকলিপি প্রদান করেছে। মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার পুর্বক সরকারের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করেছে।
(কেকে/এলপিবি/আগস্ট ২০, ২০১৫)