প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কুষ্টিয়ায় মুক্তি মিত্র স্মৃতিসৌধ উদ্বোধন
২০১৫ ডিসেম্বর ১০ ১৫:০৯:৩২
কুষ্টিয়া প্রতিনিধি : ত্রিপুরা রাজ্যের গভর্নর শ্রী তথাগত রায় বলেছেন, আমি মুক্তিযোদ্ধাদের এই পবিত্র ভূমিতে পা রাখতে পেরেছি, এখানে একটা স্তম্ভ উদ্বোধন করতে পেরেছি। এটা করতে পেরে আমি অভিভূত হয়েছে, অভিভূত বললে কিছুই বলা হবে না একটা আবেগ আমার মধ্যে উঠে এসেছে। এ ধরনের স্তম্ভ তৈরিতে আজকের প্রজম্ম যারা মুক্তিযুদ্ধ দেখেননি শুধু মুক্তিযুদ্ধের কথা শুনেছেন। অতীতে মুক্তিযদ্ধে কি ঘটেছিল।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ের মুক্তি মিত্র স্মৃতিসৌধ স্তম্ভ উদ্বোধনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এ ধরনের সহযোগিতা আমাদের কাছে চাইলে, সহযোগিতার হাত একশ জায়গায় এক হাজার শতাংশ এগিয়ে থাকবে।
এ সময় বাংলাদেশ আওয়ামলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাংসদ মাহাবুব উল আলম হানিফ, কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফ এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান প্রমুখ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
(কেকে/এএস/ডিসেম্বর ১০, ২০১৫)