ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

চলচ্চিত্র পরিচালক মানিকের মৃতদেহ দেশে এসেছে

২০১৪ মে ৩১ ১১:২৯:৪৪
চলচ্চিত্র পরিচালক মানিকের মৃতদেহ দেশে এসেছে

ডেস্ক রিপোর্ট : চলচ্চিত্র পরিচালক এমবি মানিকের মৃতদেহ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছে। শনিবার সকাল ৮টা ৪০মিনিটে তার মৃতদেহ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

মানিকের ভাগ্নে মো. হাবিবুর রহমান জানান, সকাল সোয়া ১০টায় তাদের কাছে মৃতদেহ হস্তান্তর করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এখান থেকে মৃতদেহ নেওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি)।

তিনি জানান, এফডিসিতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। চলচ্চিত্র অঙ্গনের সবার শ্রদ্ধা নিবেদনের জন্য জানাজা শেষে মরদেহ দুপুর ১২ পর্যন্ত এফডিসিতে রাখা হবে। পরে দাফনের জন্য ফেনীর মহিপালের গোবিন্দপুরে নিয়ে যাওয়া হবে।

এমবি মানিক গত ১৫ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এলিবামায় দৃর্বৃত্তের গুলিতে নিহত হন।

শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘দুর্ধর্ষ প্রেমিক’ ছবিটি মুক্তির পরপরই এর পরিচালক এম বি মানিক যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

(ওএস/এইচআর/মে ৩১, ২০১৪)