ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রচ্ছদ » বিশেষ খবর » বিস্তারিত

রিজার্ভ চুরির ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন অ্যাটর্নি অফিস

২০১৬ জুন ১৬ ১০:৩২:৩৫
রিজার্ভ চুরির ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন অ্যাটর্নি অফিস

নিউজ ডেস্ক :বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্ত করতে শুরু করেছে মার্কিন অ্যাটর্নি অফিস।
নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের হিসাব থেকে গত ফেব্রুয়ারিতে ৮ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা চুরির ঘটনা ঘটে।

সুইফট নেটওয়ার্ক ব্যবহার করে ওই চুরির ঘটনা এর মধ্যেই বাংলাদেশে একাধিক সংস্থা তদন্ত করছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রিট ভারারার নিউইয়র্ক সাউদার্ন ডিসট্রিক্টের অ্যাটর্নি অফিস ওই চুরির ঘটনার তদন্ত করতে শুরু করেছে। যদিও তারা এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

তবে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এফবিআই এবং অন্য সরকারি সংস্থাগুলো সাইবার চুরির বিষয়ে সতর্ক বার্তা জানানোর প্রেক্ষিতে ফেডারেল আইনজীবীরা এই তদন্তের কার্যক্রম শুরু করলেন।

গত সপ্তাহেই সাইবার নিরাপত্তার বিষয়গুলো পর্যালোচনা করে দেখার পরামর্শ দিয়েছিল মার্কিন আর্থিক তদারকি সংস্থাগুলো।

এই ঘটনায় নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের দায় কতটুকু, তা খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু করেছে মার্কিন কংগ্রেসের একটি কমিটি।



(ওএস/এস/জুন ১৫,২০১৬)