ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

আনকাট ছাড়পত্র পেলো শাকিব-অপুর ‘সম্রাট’

২০১৬ জুন ২৪ ১২:২৬:৫১
আনকাট ছাড়পত্র পেলো শাকিব-অপুর ‘সম্রাট’

বিনোদন ডেস্ক : সেন্সরবোর্ডের ছাড়পত্র পেল শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা সম্রাট।

বৃহস্পতিবার সেন্সর বোর্ড সিনেমাটিকে আনকাট ছাড়পত্র দেয়। ফলে ঈদে সম্রাট সিনেমাটি মুক্তি দিতে আর কোনো বাধা থাকছে না।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে সম্রাট : দ্য কিং ইজ হেয়ার। এতে সম্রাট চরিত্রে অভিনয় করছেন দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। আর রাজার ভূমিকায় দেখা যাবে ভারতের হিন্দি ও বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে। এ ছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস, মিশা সওদাগর, আলীরাজ প্রমুখ।

এরই মধ্যে সিনেমাটির গান, টিজার দর্শকদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। সম্রাট সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া।

(ওএস/এএস/জুন ২৪, ২০১৬)