ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচ্ছদ » বিশেষ খবর » বিস্তারিত

আবারো নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল প্রচন্ড

২০১৬ জুলাই ২৮ ১৩:৪১:২৩
আবারো নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল প্রচন্ড

আন্তর্জাতিক ডেস্ক :বিগত সাত বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন পুষ্প কমল দহল প্রচন্ড। কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওয়িস্ট-সেন্টার)-এর নেতা প্রচন্ড আগামী সপ্তাহে দেশটির দায়িত্ব নেবেন। টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেশটিতে সংবিধান বাস্তবায়ন করাটা খুবই গুরুত্বপূর্ণ।

নেপালের জন্য যেটা ভালো হয়, সেই সিদ্ধান্তই তিনি নেবেন। সম্প্রতি কমিউনিস্ট পার্টি অব নেপালের সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে পার্লামেন্টে আস্থা ভোটের প্রস্তাব করে নেপালি কংগ্রেস। আস্থা ভোটে হেরে যাওয়া নিশ্চিত দেখে ওলি পদত্যাগ করেন।

নেপালি কংগ্রেস প্রচন্ডের দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ায় তার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সামনে আসে। নেপালের রাজনৈতিক অবস্থা সম্পর্কে প্রচন্ড বলেন, 'নেপাল এক দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এখনও আমরা একটি সরকার গঠনের প্রক্রিয়ায় রয়েছি।' টাইমস অব ইন্ডিয়া।


(ওএস/এস/জুলাই ২৮,২০১৬)