ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কুষ্টিয়ায় বিল নিয়ে হামলা আতঙ্ক, থানায় অভিযোগ

২০১৭ ফেব্রুয়ারি ০৪ ১৫:৫৪:০৪
কুষ্টিয়ায় বিল নিয়ে হামলা আতঙ্ক, থানায় অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার বহুল আলোচিত দৌলতপুর উপজেলার তালবাড়ীয়া বিল। অবৈধভাবে বিল ইজারা দেওয়ার ঘটনায় বহুল আলোচিত হয়ে রয়েছে বিলটি। এবার বিলটিতে অবৈধভাবে মাছ শিকার ও মৎসজীবিদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

খুলনা বিজ্ঞ আদালত ও সর্বশেষ ঢাকা ভূমি আপিল বোর্ডে বিল নিয়ে আদেশ দেওয়া হয়। সেখানে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। তারপরেও শাপলা সমিতি নামের কথিত একটি মৎসজীবি সমিতি জোরপূর্বক সেখানে মাছ ধরে চলেছে। এই নিয়ে হামলা আতঙ্কে ভুগছে এলাকাবাসী। যে কোন সময় সেখানে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। এই নিয়ে দৌলতপুর থানায় সাধারণ ডায়েরী করেছে একটি প্রকৃত মৎসজীবি সমিতি তালবাড়ীয়া বিল মৎসজীবি সংগঠন নামের একটি সংগঠন।

লিখিত অভিযোগে তারা উল্লেখ করেছেন উপজেলার আড়িয়া ইউনিয়নের শেরপুর গ্রামের ছামছুদ্দিনের ছেলে আব্দুল আলিম, তালবাড়ীয়া খালপাড়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে সানাউল্লাহ, তাহাজের ছেলে দাউদ হোসেন, পাককোলা গ্রামের ইসরাইল হোসেনের ছেলে গোলাম সরোয়ার বাবু, লালনগর গ্রামের দেলবার মালিথার ছেলে গোলাম মর্তুজা, আমান মালিথা, তালবাড়ীয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে আব্দুর রশিদ জোর পূর্বক উক্ত বিলে মাছ ধরছে। তাদের নিশেধ করতে গেলে তারা আমাদের বিভিন্ন হুমকি দিয়েছে।

এই নিয়ে প্রকৃত মৎসজীবিরাসহ এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। যে কোন সময় তারা তালবাড়ীয়া বিল মৎসজীবি সমিতির সদস্যসহ সাধারণ মানুষের উপরে হামলা চালাতে পারে।

এ ব্যাপারে তালাবাড়ীয়া মৎসজীবি সমিতির সভাপতি চান্দু মিয়া জানান, আমরা সবাই হামলা আতঙ্কে ভুগছি। যে কোন সময় আমাদের উপরে সন্ত্রাসী হামলা হতে পারে। এজন্য দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছি।

(কেকে/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০১৭)