ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত
আলাউদ্দিন হোসেন’র ছড়া
২০১৭ ফেব্রুয়ারি ১৬ ১৮:৩৮:৪৩
রংয়ে ঢংয়ে বসন্ত
বসন্ত আছে বলেই
আজ বাংলায় আছে
শিমুল ফুলের গন্ধ,
বসন্ত আছে বলেই
আজ কোকিল ডাকে
প্রকৃতি নয় তো মন্দ ।
বসন্ত আছে বলেই
আজ প্রকৃতি সেজেছে
নানা রকম রংয়ে
গাছে গাছে নতুন কুঁড়ি
সেজেছে নানা ঢংয়ে।
বসন্ত আছে বলেই
আজ বাংলায় এসেছে
ফাগুন দিতে ধরা,
বসন্ত আছে বলেই
আজ বাংলা প্রকৃতি
নানা রূপে ভরা ।